সোমবার | ২৪ নভেম্বর, ২০২৫ | ৯ অগ্রহায়ণ, ১৪৩২

আমরা কৃষকদের শ্রমের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি দিতে চাই – পুতুল

রাশিদুল ইসলাম রাশেদ, নিজস্ব প্রতিবেদক :

শ্রমিক সংকটে যখন লালপুর–বাগাতিপাড়ার কৃষকেরা ঘরে ফসল তুলতে বেগ পাচ্ছেন, ঠিক তখনই মাঠে নেমে ধান কেটে পাশে দাঁড়ালেন নাটোর–১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজনা শারমিন পুতুল। রবিবার (২৩ নভেম্বর, ২০২৫) দুপুরে লালপুর উপজেলার এবি (অর্জুনপুর – বরমহাটি) ইউনিয়নের বামনগ্রামের বিল এলাকায় দুই দিনব্যাপী ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এই কর্মসূচিতে অংশ নেন উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১টি ইউনিটের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা। তাদের স্বেচ্ছাশ্রমে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, ধানের শীষের বাংলাদেশ” এই স্লোগান তুলে ধরে কর্মসূচির উদ্বোধনী মুহূর্তে ব্যারিস্টার পুতুল বলেন, “এবার কৃষকরা ভালো ফলন পেয়েছেন। কিন্তু শ্রমিক সংকটে সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন না। এটাই তাদের বড় দুশ্চিন্তা। কৃষকদের এ কষ্ট ভাগ করে নিতে আমরা দুই দিনব্যাপী ধান কাটা উদ্যোগ নিয়েছি। দলের নেতাকর্মীরা যেভাবে একযোগে মাঠে নেমেছেন, তা সত্যিই অনন্য। এতে পুরো উপজেলায় যে সাড়া মিলেছে, তাতে কৃষকের ঘরে আনন্দ ফিরেছে।”
তিনি আরও বলেন,“স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকের সবচেয়ে কাছাকাছি যেতে পারছি। তাদের সমস্যার কথা জানতে পারছি। কৃষক সন্তুষ্ট হয়ে আমাদের ধন্যবাদ দিচ্ছেন। এটাই সবচেয়ে বড় অর্জন। আমরা বিশ্বাস করি, দেশ বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। কৃষকের পরিশ্রমের যথাযথ সম্মান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কৃষকদের শ্রমের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি দিতে চাই। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে কৃষকের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করব, ইনশাআল্লাহ।”

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় কৃষকেরা জানান, শ্রমিক সংকটের সময় এ ধরনের সহযোগিতা তাদের জন্য বড় সহায়তা। অনেকেই বলেন, “ধানে ফলন ভালো হয়েছে, কিন্তু শ্রমিক পাই না—এমন সময় এই সহযোগিতা সত্যিই আশীর্বাদ।”

উল্লেখ্য, গতকাল শনিবার (২২ নভেম্বর) তিনি বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে একই কর্মসূচির উদ্বোধন করেন এবং কৃষকদের ধান কাটতে সহযোগিতা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.