সোমবার | ১ ডিসেম্বর, ২০২৫ | ১৬ অগ্রহায়ণ, ১৪৩২

খালেদা জিয়ার রোগ মুক্তিতে কোরআন খতম ও নফল রোজার কর্মসূচি টিপুর

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপুর উদ্যোগে নাটোরের লালপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে দোয়া, কোরআন খতম ও নফল রোজা কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সারা দিনব্যাপী নাটোর -১ আসনের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় এই কর্মসূচি পালন করেন। এ সময় তাইফুল ইসলাম টিপু নিজেও নফল রোজা রেখে নেতাকর্মীদের সঙ্গে এসব দোয়া ও কোরআন খতম অনুষ্ঠানে যোগ দেন। এর আগে শনিবার রাতে উপজেলার আড়বাবে নির্বাচনী গণসংযোগকালে এ কর্মসূচি ঘোষণা করে টিপু বলেন, আজ আমার মনটা খুব খারাপ। আমার নেত্রী, আমার মা খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। দেশের স্থিতিশীলতা ও ভাগ্য উন্নয়নে আমার মাকে অত্যন্ত প্রয়োজন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার আন্দোলন, সংগ্রাম ও নির্যাতনের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র শরিফুল ইসলাম লেলিন, গোপালপুর পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহিদ উজ্জামান ও আব্দুল হাই নান্নু, যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন বাবু, নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সসম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০১-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.