রবিবার | ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১

সেইন্টমারটিনে স্যান্ডি বীচ রিসোর্টে ৫০% ছাড়

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের সেইন্টমারটিন পশ্চিম বীচের অন্যতম ‘স্যান্ডি বীচ রিসোর্ট’-এ ডিসেম্বর মাসে ৫০% ছাড়ে থাকার সুবিধা দেওয়া হয়েছে।
নতুন হওয়ায় কম খরচে ডিসেম্বর জুড়ে দুইটা কিং সাইজ খাটের রুম ভাড়া ৭০০০/- টাকা থেকে এখন ৫০% ডিস্কাউন্টে ৩৫০০/- টাকা এবং কাপল বেড (একটা কিং সাইজ বেড) ভাড়া ৫৫০০/- টাকা থেকে এখন ৫০% ডিস্কাউন্টে ২৭৫০/- করা হয়েছে।
বিএমএ ৩০তম ব্যাচের উদ্যোগে নির্মিত রিসোর্টের সুবিধা সমুহ:
১) রাতে রুম থেকে জোওয়ারের পানির শব্দ শুনতে পাবেন।
২) জেটি, বাজার থেকে দূরে ফলে কোলাহল মুক্ত, নিরিবিলি।
৩) পশ্চিম বীচ ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার সুটিং স্থান সংলগ্ন।
৪) ১০০ শতাংশ জায়গায় নির্মিত এবং গাছগাছালিতে সাজানো। ফলে একটি বাংলোতে থাকার স্বাদ পাওয়া যাবে।
৫) বিস্তৃত রিসোর্ট জুড়ে রয়েছে, বার্বিকিউ জোন, দোলনা, হ্যামক, ব্যাডমিন্টন, ফুটবল, দাবা, লুডু ইত্যাদি খেলার ব্যবস্থা। যা অবসাদকে তৃপ্তিতে পূর্ন করবে ইনশাআল্লাহ।
৬) বিদ্যুতের পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক জেনরেটর ব্যবস্থা।
৭) রিসোর্টের সাথে বীচপাড়ে রেস্টুরেন্ট থাকায় ইচ্ছেমতো রেস্তোরাঁয় খাওয়ার সুযোগ।
৮) বিল্ডিং সুবিধা।
৯) কাপল স্পেশাল সুইট রুম (যা এক রুম থেকে অন্য রুমের দূরত্ব ৮ ফিট)।
১০) ২৪ ঘন্টা রুম বয় বা হাউজকিপিং সার্ভিস।
১১) রিসোর্টে রয়েছে ছোট বড় প্রায় ৭১টি নারিকেল গাছ আর কেয়া বন।
১২) পরিবেশের কোন ক্ষতি না করে তাই সমস্ত গাছ অক্ষুন্ন রেখে পরিবেশ বান্ধব রিসোর্ট।
১৩) এছাড়াও চাহিদা অনুযায়ী সব ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে।
যোগাযোগ: ‘স্যান্ডি বীচ রিসোর্ট’, সেইন্টমারটিন (পশ্চিম বীচ), কক্সবাজার।
বুকিংয়ের জন্য কল করুন: +৮৮০১৭১১৩০৮৩২৯ (হোয়াটসঅ্যাপ), ম্যানেজার +৮৮০১৯৬৬-৫০৩৭৭৬ (সরাসরি/হোয়াটসঅ্যাপ)।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.