শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১

নাটোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

নাটোর প্রতিনিধি :
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের সমর্থকদের নির্বাচনী প্রচারণা সভায় নৌকার সমর্থকদের হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৪) দিবাগত রাতে বড়াইগ্রাম উপজেলার চান্দাই বাজারে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নৌকা প্রতীকের এক সমর্থককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বড়াইগ্রাম উপজেলার চান্দাই বাজারে মঙ্গলবার সন্ধ্যার পরে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুসের সমর্থকরা ট্রাক প্রতীকের একটি মিছিল করেন। মিছিল শেষে রাত সাড়ে ৮টার দিকে চান্দাই ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করেন তারা। এ সময় ২০-২৫ জন মানুষ নৌকা-নৌকা শ্লোগান দিয়ে ট্রাক প্রতীকের সমর্থকদের প্রচারনা সভার উপর হামলা চালান। এতে সুইট ও রাব্বী নামে দুইজন আহত হন। পরে তাদের বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, ট্রাক প্রতীকের গণজোয়ারকে ভয় পেয়ে নৌকার প্রার্থীর সমর্থকরা একের পর এক এ ধরনের হামলা করছে। পুলিশ-প্রশাসন ব্যবস্থা নিলেও জামিনে বের হয়ে তারা (নৌকা সমর্থকরা) পুনরায় এ ঘটনা ঘটাচ্ছে। আজকের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর বিচারের দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে ওয়াদুদ সরকার নামে এক নৌকা সমর্থককে আটক করেছে পুলিশ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.