বুধবার | ১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১

বিজয় উল্লাসে সবাইকে সংযত থাকার আহ্বান

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে বিজয় উল্লাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমাবর (৫ আগস্ট ২০২৪) সন্ধ্যায় লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজন ও সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানান, সবাইকে যথাযথ সংযত থাকার অনুরোধ করছি। এই বিজয় আমাদের সন্তানদের, আমাদের সবার। বিজয় উল্লাস উদযাপন করতে গিয়ে আমরা যেন রাষ্ট্রের সম্পদ নষ্ট না করি। এ গুলো আমাদেরই সম্পদ।
প্রতিহিংসা নয়-হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ সকলে আমরা ভাই ভাই। আমরা যেমন মসজিদ রক্ষা করি, তেমনি মন্দির ও গির্জা রক্ষা করবো। সকলের নিরাপত্তা নিশ্চিত করবো। তা না হলে আমাদের এই সুন্দর-পবিত্র অর্জন ম্লান হয়ে যাবে। অনুগ্রহ করে এই অর্জনকে ম্লান করবো না। অন্যকেও কোন ধরনের নাশকতা বা ধ্বংস করতে দিবো না। মূল্যবান প্রাণ ও জাতীয় সম্পদের সুরক্ষায় আমরা সচেষ্ট থাকবো।
নব্য রাজাকারদের বিচার আইন অনুযায়ী বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। সকলের জন্য বিজয়ী শুভেচ্ছা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.