নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা আমির ড. মীর নূরুল ইসলাম বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র । যেখানে জাতিগত কোনো বিভাজন থাকবে না। সবাই সমান নাগরিক সুবিধা পাবে।’
সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় নাটোরের লালপুরে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
লালপুর উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় বালিতিতা ইসলামপুরে অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, মাওলানা আকবর হোসেন প্রমুখ।