মঙ্গলবার | ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১

বড়াইগ্রামে খাঁজনার টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাটে খাঁজনা আদায়ের টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বনপাড়া পৌর বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক হুসেন আলী ও তার অনুসারীদের বিরুদ্ধে। শনিবার বেলা ১১টার দিকে বনপাড়া বাজারের কলা হাটায় এই ঘটনা ঘটেছে।
হুসেন আলী বনপাড়া পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা।
হাটের ইজারাদার রেজাউল করিম বলেন, কলা হাটা আদায়কারী শহিদুল ইসলামের নিকট থেকে খাঁজনা আদায় করা টাকা নিয়ে নেয় হুসেন আলী, জিল্লুর রহমান, কৌশিক আহমেদ, আমিন আলী, জামিল হোসেনসহ ১০ থেকে ১২ জন বিএনপি নেতা কর্মী।
হুসেন আলী বলেন, হাটে অতিরিক্ত খাজনা আদায় নিয়ে হট্টোগোল হয়েছে শুনছি। তবে টাকা ছিনতাইয়ের কোন ঘটনা আমার জানা নাই বা আমার কেউ জড়িত নাই।
বনপাড়া পৌর বিএনপির সভাপতি লুৎফর রহমান বলেন, তারা বিএনপি করে সেটা সত্য। কিন্তু কারো ব্যাক্তিগত অনিয়ম দল মেনে নিবে না।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, থানায় কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন কবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.