বুধবার | ২৫ ডিসেম্বর, ২০২৪ | ১০ পৌষ, ১৪৩১

বিনামূল্যে ৮০ জনের চোখের অপারেশন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বিনামূল্যে ৮০ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী এ অপারেশন জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় সম্পন্ন হয়।
অপারেশন কার্যক্রমের বাস্তবায়ন করেন জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট এবং ঢাকার মোবাইল আই হসপিটালের নেতৃত্বে ৭ সদস্যের মেডিকেল টিম।


চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন, বাংলাদেশ নৌবাহিনী সাবেক প্রধান ও জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট-এর চেয়াম্যান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টি মিসেস সেলিনা মুস্তফা, ইঞ্জিনিয়ার ড. ইফতেখার রহমান, ডিরেক্টর সোনিয়া হাসান, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. ছিদ্দিক আলী মিষ্টু, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, ওয়াহিদুজ্জামান সরকার, আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন প্রমুখ।
প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান, বুধবার (৪ ডিসেম্বর) অত্র প্রতিষ্ঠানে আই ক্যাম্পে ১ হাজার ৩৫০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। বাছাইকৃত ১১৫ জনকে অপারেশনের জন্য নির্বাচন করা হয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) ৮০ জনের চোখের অপারেশন সম্পন্ন করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.