বুধবার | ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৩ পৌষ, ১৪৩১

আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলার রহিমপুর গ্রামের মল্লুক চাঁদের ছেলে মো. নাসির উদ্দীন (৩৬), বিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহিমপুর গ্রামের মো. হকমান আলীর ছেলে মো. জনি আলী (২৮), কদিমচিলান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি চাঁদপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. মুক্তাদুর (৩৫), আড়বাব ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কচুয়া গ্রামের মৃত রমজানের ছেলে মো. আকরাম হোসেন (৫৪)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান সুনির্দিষ্ট অভিযোগের বিষয় না জানিয়ে বলেন, রাজনৈতিক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.