নাটোর প্রতিনিধি :
উত্তর বঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে (নবেসুমি) শ্রমিক ও কর্মচারীরা ৬ দফা দাবিতে ফটক সভা (গেট মিটিং) করেছেন।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) মিলের প্রশাসন ভবনের সামনে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জল।
সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সিআইসি দিপক রায়, ক্যাশিয়ার গ্রেড-২ আব্দুল আলিম, কারখানা বিভাগের আব্দুর সালাম, পাম ড্রাইভার সাখাওয়াত হোসেন, সুপারভাইজার আরিফুর রহমান, কারখানা বিভাগের আসলাম হোসেন প্রমুখ।
দাবিসমূহ :
১. আউটস্টেশন গার্ড এবং ক্রয় করনীকের ন্যায্য হাজিরা নিশ্চিত করতে হবে।
২. অভ্যন্তরীণভাবে মৌসুমী সিপিসি এবং বিভিন্ন বিভাগের মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ দিতে হবে।
৩. স্থগিতকৃত মৌসুমী জনবল হতে স্থায়ী পদে সমন্বয় নিশ্চিত করতে হবে।
৪. দক্ষ জনবল তৈরীর স্বার্থে দৈনিক হাজিরার (চুক্তিভিত্তিক) জনবল সার্বিক নিয়োগ দিতে হবে।
৫. পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫% টাকা প্রতি মাসে শ্রমিকদের দিতে হবে।
৬. কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার জনবলকে মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে।