বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

ধানের শীষ প্রতীক আনার ঘোষনা দিলেন পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলা ও পৌর বিএনপি।
ফারাজনা শারমিন পুতুল বলেছেন, ‘যে কৃতজ্ঞতা ভালোবাসা আমার বুকে আছে তা দিয়ে আপনাদের কাছে ওয়াদা করে যাই- আপনাদের বুকের ভেতর যে আশা জলজল করছে সেই ধানের শীষের প্রতীক, একটি ধানের শীষ, একটি নমিনেশন, আমি ফারজানা শারমিন পুতুল সেই নমিনেশন আপনাদেরকে এনে দেব ইনশাআল্লাহ।’
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) সকালে এক বিশাল র‌্যালী বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আগামী নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফারাজনা শারমিন পুতুল।


পুতুল বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন আমরা তাদের স্মরণ করতে চাই। সেই সঙ্গে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একুশে ফেব্রুয়ারির আদর্শকে ধারন করে বাংলাদেশের বিপক্ষের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে নতুন বাংলাদেশ গড়তে চাই। ১৯৫২ সালের ত্যাগ, তিতিক্ষাকে যেনো আমরা ভুলে না যায়। ৫২, ৭১, ৯০ ও ২৪ আমাদের সবার অহংকার। ৫২ ও ৭১ কারো বাবার পৈত্তিক সম্পতি নয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, সোহেল রানা, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, লালপুর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, গোপালপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসান আলী ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এদিকে বাগাতিপাড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে পথসভায় ফারজানা শারমিন পুতুল বলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আসবো। আমাদের দরজা আপনাদের জন্য খোলা রয়েছে। আপনারা যারা এখনো বিভিন্ন সমস্যার কারনে আমাদের সাথে যুক্ত হতে পারেননি, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে আমাদের সাথে পথে চলবেন। কোন নেতা কর্মীর মাধ্যমে বা কাউকে ধরে আমার কাছে আসা লাগবে না।
তিনি বলেন, আমাকে লালপুরবাসী ভালোবেসে তাদের বিটি (মেয়ে) বলে ডাকেন, বাগাতিপাড়ার আজ এই র‌্যালীতে উপস্থিত হাজার হাজার জনগনের ভালোবাসায় আবারো প্রমান করলো আমি শুধু লালপুরের বেটি না, আমি আপনাদের বেটি হিসেবে আপনাদের মাঝে উপস্থিত থাকতে চাই। আমার আর কোন পরিচয় নাই।
পুতুল বলেন, আমরা অনেক জীবনের বিনিময়ে নতুন আরেক বাংলাদেশ পেয়েছি। কিন্তু মনে রাখতে হবে ষড়যন্ত্র এখনো চলমান। যে স্বৈরাচারী সরকার তার নিজের লোকজন ফেলে পালিয়ে গেছে, সেই পলাতক সরকারের বহু বিষ ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে। প্রতি মুহুর্ত চেষ্টা করছে এই বাংলাদেশ যে নতুন স্বাধীনতা অর্জন করলো তা নস্যাৎ করার জন্য। আর আমাদের ভেতরে কিছু কিটপতঙ্গ আছে যারা এদেরকে শেলটার দিচ্ছে। আমি দ্ব্যার্থহীন কন্ঠে বলতে চাই, পতিত সরকারের আমলে আমার ভাইয়েরা রাতে ঘুমাতে পারেনি, মাঠে ময়দানে ঘুমাতে হয়েছে, মামলা দিয়ে ঘর ছাড়া করেছে, পেট ভরে খেতে পারেনি, পিঠে মার পড়েছে। এই সব স্বৈরাচারী সরকারের শাসকদের যারা শেলটার দিচ্ছেন, তারা সাবধান হয়ে যান, আজকের মিছিল দেখে যান। বিএনপির তকমা লাগাবেন আর এদেরকে শেলটার দিবেন তা হবে না। আপনাদের বিচার জনতার আদালতে হবে। আজকের র‌্যালীর জনসমুদ্র প্রমাণ করে বাগাতিপাড়ার মাটিতে কোন ধরনের দালালিপনা চলবে না।
এ সময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.