শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

ট্রাক-অটোভ্যানের সংঘর্ষ, দুই চালক নিহত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ট্রাক-ব্যাটারী চালিত অটোভ্যানের সংঘর্ষে দুইজন চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার কদিমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্যাটারী চালিত অটোভ্যানের চালক উপজেলার কদিনচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া চিলান গ্রামের ইসারুদ্দিনের ছেলে আলপু আলী (৬০) ও ট্রাকের চালক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ মড়ললগঞ্জ থানার বলভদ্রপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মেস্তাকিম শেখ (২৪)। এই ঘটনায় ট্রাক চালকের সহকারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানা যায়, নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারী চালিত অটোভ্যান চাকা পাংচার হয়ে আকস্মিক বাম দিক থেকে ডান দিকে মোড় নেয়। এ সময় খুলনা থেকে নাটোরগামী সুপারি বহনকারী ট্রাকের (খুলনা মেট্রো ড-১১-০৩৮০) সাথে ভ্যানের সংঘর্ষে চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক আলপু আলী মারা যান। সেই সাথে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও সহকারী চালক আহত হয়ে আটকে পড়েন।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় ট্রাকের চালক ও চালকের সহকারীকে উদ্ধার করে বনপাড়ার বেসরকারী পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক মোস্তাকিম মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, দুর্ঘনায় কবলীত ট্রাক ও ব্যাটারী চালিত অটোভ্যান জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কদিনচিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনসারুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা জানান, কদিমচিলান মোড়টি দীর্ঘদিন ধরে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত। মহাসড়কের এই অংশে যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.